চ্যাপলিন শহরের ট্রেন স্টেশনে রকেট হামলায় অন্তত ২২ জন নিহত

0

ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরের একটি রেল স্টেশনে রকেট হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল বুধবার রুশ সামরিক অভিযানের ছয় মাস পূর্ণ হওয়া ও ইউক্রেনের স্বাধীনতা দিবস ছিল। স্টেশনে হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে ওই হামলা চালায় রুশ সেনারা। এছাড়া, হামলায় প্রায় ৫০ জন মানুষ আহত হয়েছেন। হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি। তবে হামলার বিষয়ে এখনোও কোনো মন্তব্য করেনি রাশিয়া। সামরিক অভিযান শুরুর পর বরাবরই বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা অস্বীকার করেছে রাশিয়া। গত এপ্রিল মাসে আরেকটি ট্রেন স্টেশনে হামলায় ৫০ জনের বেশি মানুষ মারা গিয়েছিল।

Share.