ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাস-বিরোধী একটি আদালত। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আদালতের বিচারক রাজা জাওয়াদ আব্বাস হাসান আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ রুপি জামানতের বিনিময়ে ইমরানকে অন্তবর্তী জামিন দেন। বৃহস্পতিবার ইমরান খানের পক্ষে আদালতে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, ইমরান খানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা করা হয়েছে। আদালতে ইমরান খানের মামলার শুনানি চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। আদালতের আশেপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়। কারণ ইমরান খানের দল পাকিস্তান পিপলস পার্টি (পিটিআই) জানিয়েছিল, ইমরান খানকে কারাগারে নেওয়া হলে সমর্থকরা সড়কে নামবে। আর আগামীকাল তারা ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। এছাড়া, সামাজিক মাধ্যমে দলটির পক্ষ থেকে একটি হ্যাশট্যাগ দেওয়া হয়। হ্যাশট্যাগে বলা হয়, ইমরান খান আমাদের ‘রেড লাইন’। গত শনিবার (২০ আগস্ট) এক ভাষণে ইমরান খান ইসলামাবাদের পুলিশ প্রধান ও ফেডারেল রাজধানী ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে নিজ সমর্থকদের আটক ও নির্যাতনের অভিযোগ তুলেন। তিনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন। ইমরানের এ বক্তব্যের পর ইসলামাবাদ সদর ম্যাজিস্ট্রেট আলী জাভেদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর মারাগালা থানায় ওই দিনই রাত ১০টায় এই এজাহার করা হয়। মারগাল্লা পুলিশের দায়ের করা এফআইআরে বলা হয়, পুলিশ ও বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের আতঙ্কিত করার জন্য পিটিআই প্রধান ইসলামাবাদের অতিরিক্ত দায়রা জজকে হুমকি দিয়েছেন। যাতে তারা তাদের দায়িত্ব পালন করতে না পারে এবং পিটিআই-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকে।
অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ইমরান খান
0
Share.