মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমামের ১০ বছরের কারাদণ্ড

0

ডেস্ক রিপোর্ট:  সৌদি আরবের সর্বোচ্চ আদালত মক্কার গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম শেখ সালেহ আল তালিবকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। আরব বিশ্বে গণতন্ত্র নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডন) এক টুইটে এ রায়ের কথা জানিয়েছে। তুরস্কে সৌদি দূতাবাসে নিহত দেশটির সাংবাদিক জামাল খাসোগি এই সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন। ডন টুইট বার্তায় জানায়, রিয়াদের একটি বিশেষ আদালত শেখ সালেহ আল তালিবের খালাসের রায় বাতিল করে তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০১৮ সালের আগস্টে আল তালিবকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ। তবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয় তা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে একটি খুতবায় কনসার্ট এবং কিছু অনুষ্ঠানের বিষয়ে সমালোচনা করেছিলেন আল তালিব। তিনি বলেছিলেন, ওই সব অনুষ্ঠান সৌদির ধর্মীয় বিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গত কয়েক বছর ধরে নতুনভাবে সৌদি আরবের সামাজিক সংস্কার ও তেলের ওপর নির্ভরতা কমাতে ভিন্ন অর্থনীতি গ্রহণের লক্ষে কাজ করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এক বিবৃতিতে ডনের মুখপাত্র আব্দুল্লাহ বলেন, যেসব ইমাম মোহাম্মদ বিন সালমানের সংস্কারের সমালোচনা করছেন তাদেরকেই ভয়ভীতি প্রদর্শনসহ কারাদণ্ড দেওয়া হচ্ছে। সম্প্রতি, এক টুইট বার্তায় সৌদি সরকারের গৃহীত নীতির সমালোচনার কারণে সালমা-আল-সেহাব নামে এক নারীকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

Share.