ডেস্ক রিপোর্ট: ইউক্রেনে চলমান সামরিক অভিযানের মধ্যেই সেনার সংখ্যা আরও এক লাখ ৩৭ হাজার বৃদ্ধির একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) ডিক্রিতে স্বাক্ষর করেন পুতিন বলে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক লাখ ৩৭ হাজার সেনার সংখ্যা বৃদ্ধি করলে মোট রুশ সেনার সংখ্যা হবে এক দশমিক ১৫ মিলিয়ন হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে নতুন এই ডিক্রি কার্যকর হবে। ক্রেমলিন জানিয়েছে, শুধুমাত্র স্বেচ্ছাসেবক ভিত্তিতে যোগদানকারী সেনারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে অংশগ্রহণ করতে পারবে। রাশিয়ার সংবাদমাধ্যম ও বেসরকারি সংগঠনগুলো জানায়, ইউক্রেনে সামরিক অভিযানের জন্য আরও বেশি মানুষকে বিভিন্নভাবে আকৃষ্টের চেষ্টা করছে সরকার। এদের মধ্যে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ, বেসরকারি মিলিটারি চুক্তি ও কিছু কয়েদিকে সামরিক অভিযানে অংশগ্রহণের বিনিময়ে মুক্তি দেওয়া হচ্ছে। দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষও সামরিক বাহিনীর র্যাংক বৃদ্ধির চেষ্টা করছে। এছাড়া, ইউক্রেনে অভিযানে অংশগ্রহণের জন্য স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হচ্ছে। ১৮ থেকে ২৭ বছর বয়সী সব রাশিয়ার পুরুষদের এক বছর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। কিন্তু এদের মধ্যে বৃহৎ একটি অংশ স্বাস্থ্যগত সমস্যা ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে প্রশিক্ষণ গ্রহণ থেকে বিরত থাকে। এদের অধিকাংশই মস্কো এবং অন্যান্য বড় শহরগুলোতে বসবাস করে। প্রতি বছর দুইবার এপ্রিল ও অক্টোবর মাসে দেশটিতে সামরিক বাহিনীর নতুন সদস্য নেওয়া হয়। কিন্তু চলতি বছর পুতিন আগেই নতুন সেনা নেওয়ার ডিক্রি জারি করেন।
সামরিক অভিযানের মধ্যেই রাশিয়ার সেনা বৃদ্ধির সিদ্ধান্ত পুতিনের
0
Share.