দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

0

ঢাকা অফিস:  দেশে বর্তমানে খাদ্যের মজুদ ২০ লাখ টন। প্রয়োজনে আরও আমদানি করে দেশের খাদ্যের নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসংক্রান্ত নির্দেশনা দেন। বৈঠক শেষে বিকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকার খাদ্যবান্ধব কর্মসূচি চালু করায় বাজারে চালের দাম চার থেকে পাঁচ টাকা কমেছে। খাদ্যবান্ধব এবং ওএমএস চালু করায় সরবরাহের জন্য যে পরিমাণ চাল প্রয়োজন, তা পূরণ করতে সরকার পাঁচটি দেশের সঙ্গে চুক্তি করেছে। আগামী কিছুদিনের মধ্যে এসব খাদ্যশস্য দেশে আসবে।’ খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড ও রাশিয়া থেকে চাল ও গম আমদানি করা হচ্ছে।

Share.