ডেস্ক রিপোর্ট: কানাডার সাসকাচোয়ান প্রদেশের একটি বিরল জনবহুল আদিবাসী সম্প্রদায়ের মধ্যে স্থানীয় সময় রবিবার ভোরে ছুরিকাঘাতে গণহত্যার ঘটনা ঘটে। ঘটনায় সম্প্রদায়ের ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়। ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে কানাডিয়ান পুলিশ খুঁজছে। প্রদেশটির ১৩টি স্থানে এই নৃশংস হামলাগুলো ঘটেছে। ছুরিকাঘাতে ২৫ জন হতাহতের ঘটনার খুবই বিরল এবং দেশটির ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেছেন, ‘আজকের ভয়াবহ হামলায় আমি মর্মাহত ও বিধ্বস্ত। কানাডিয়ান হিসেবে, আমরা এই মর্মান্তিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে এবং সাসকাচোয়ানের জনগণের উদ্দেশে শোক প্রকাশ করছি।’ পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে। একজনের নাম ডেমিয়েন স্যান্ডারসন (৩১) এবং আরেকজন মাইলেস স্যান্ডারসন (৩১)। সন্দেভাজনদের ছবিসহ পরিচয় প্রকাশ করলেও তাদের উদ্দেশ্য বা শিকার সম্পর্কে কোনো বিস্তারিত জানায়নি পুলিশ। আদিবাসী নেতাদের বিবৃতি থেকে ধারণা করা হচ্ছে হামলাটি মাদক সম্পর্কিত হতে পারে। সাসকাচোয়ানে ৭৪টি আদিবাসীদের প্রতিনিধিত্বকারী সার্বভৌম ফেডারেশন তাদের বিবৃতিতে বলেছে, ‘যখন ক্ষতিকারক অবৈধ ওষুধ আমাদের সম্প্রদায়গুলিতে আক্রমণ করে তখন আমরা এই ধ্বংসের মুখোমুখি হই।’ পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও কিছু আহত ব্যক্তি থাকতে পারে যারা নিজেদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছে। প্রথম ছুরিকাঘাতের খবর পাওয়া গেছে স্থানীয় সময় সকাল ৫ টা ৪০ মিনিটে এবং তিন ঘণ্টার মধ্যে পুলিশ প্রদেশব্যাপী ঝুঁকিতে থাকা ব্যক্তিদের উদ্দেশে সতর্কতা জারি করে। বিকেল নাগাদ, সাসকাচোয়ানের প্রতিবেশী প্রদেশ আলবার্টা এবং ম্যানিটোবায়ও অনুরূপ সতর্কতা জারি করা হয়েছিল।
কানাডায় ছুরিকাঘাতে নিহত-১০, আহত-১৫
0
Share.