স্পোর্টস রিপোর্ট: এশিয়া কাপের ফাইনালে আজ টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে ভারত। শ্রীলঙ্কার সামনে সুযোগ থাকলেও পাকিস্তানের বিপক্ষে হেরে পিছিয়ে পড়েছে ভারত। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশি সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল। সুপার ফোরে টস জিতে ভারতকে ব্যাটিয়ে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের লক্ষ্য দেয় টিম ইন্ডিয়া। জবাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় তুলে নেয় পাকিস্তান। দুই ম্যাচে বড় রানে ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে শ্রীলঙ্কা। আফগানদের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে দুঃস্বপ্নের শুরুর পর দ্রুতই নিজেদের সামলে নিয়েছে তারা। ভারতের সামনেও আজ বড় এক চ্যালেঞ্জ হিসেবেই হাজির হবে তারা।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহেশ, আশিতা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক/ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।