পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় ৩৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

0

বাংলাদেশ থেকে নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গৌরিপুরে মঙ্গলবার বিকালে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়ার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় ৩০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতেই লালপুর থানার উপ পরিদর্শক(এসআই) হুমায়ন কবীর বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ২ জন বিএনপি’র কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, উপজেলার দক্ষিণ লালপুরের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে গোলাম মোস্তফা তুহিন (৪২) ও পালিদেহা গ্রামের ছইর উদ্দিনের ছেলে মহির উদ্দিন (৫৮)। বুধবার সকালে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ৫৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। দুজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা এলাকায় বিএনপি বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন। বিক্ষোভ সমাবেশ গৌরীপুর-ঈশ্বরদী রোডে উঠলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির কর্মীরা ইটপাটকেল ও পাথর ছুড়তে থাকে। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় বিএনপি ১২ নেতাকর্মী আহত হন।

Share.