বাংলাদেশ থেকে খুলনা প্রতিনিধি: খুলনায় নগরীর কিশোরী গণধর্ষণ মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা দেয়া হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আলী আকবর ওরফে হৃদয়, মেহেদী হাসান ওরফে ইবু, সোহেল, আব্দুল্লাহ ও মো. মোহন। এদের মধ্যে সোহেল, আব্দুল্লাহ ও মোহন পলাতক রয়েছে। আদালত সূত্র জানায়, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্ষণের শিকার কিশোরী নগরীর খালিশপুরের ১ নম্বর ক্ষ্যামাবিহরী ক্যাম্পের একটি টিউবওয়েলে হাতমুখ ধুচ্ছিলেন। এ সময় একই ক্যাম্পের মো. মোহন খাবার কিনে দেওয়ার কথা বলে তাকে শিয়া মসজিদের কাছে নিয়ে যায়। সেখানে আগে থেকে অপেক্ষারত মো. আলী আকবর মোটরসাইকেলে তাকে অপহরণ করে চরেরহাট বেড়িবাঁধের একটি কলা বাগানের ভেতরে নিয়ে যায়। এ সময় অন্যান্য আসামিরা ওই কিশোরীকে গণধর্ষণ করে। কিশোরী অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯টায় আসামি আলী আকবর ক্ষ্যামা বিহারী কলোনির পাশে আরাবিয়া মসজিদের সামনে রাস্তার ওপর ফেলে যায়। যাওয়ার সময় ধর্ষক আলী আকবর কিশোরীকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়। কিশোরী বাড়ি এসে ঘটনাটি তার মাকে বলে। কিশোরীর মা বাদী হয়ে খালিশপুর থানায় দুই জনের নামে ও তিন জনকে অজ্ঞাত করে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ২০ জুন মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এসআই কাজী রেজাউল করিম ৫ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা চলাকালীন আদালতে ১২ জন স্বাক্ষ্য প্রদান করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, ধর্ষণের শিকার কিশোরী বাংলাদেশে আটক থাকা পাকিস্তানি বিহরীর ক্যাম্পের একজন সদস্যের মেয়ে। এটি একটি দৃষ্টান্তমূলক রায় হয়েছে। উচ্চ আদালত যেন নিম্ন আদালতের রায় বহাল রাখে এখন সেই প্রত্যাশা করছি।
খুলনায় কিশোরী গণধর্ষণ মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড
0
Share.