বিশ্ব বাজারে ৭ মাসের মধ্যে তেলের দাম সর্বনিম্ন

0

ডেস্ক রিপোর্ট:  বিশ্ব বাজারে গত সাত মাসের মধ্যে তেলের দাম সর্বনিম্ন। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেলে এক দশমিক শূন্য আট মার্কিন ডলার কমেছে। যা গত কালকের তুলনায় এক দশমিক দুই শতাংশ কম। গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ছিল ব্যারেল প্রতি ৯১ দশমিক ২০ মার্কিন ডলার। আজ দিনের প্রথম সেশনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১.২০ ডলার কমে ৮৫.৬৮ মার্কিন ডলার হয়। সম্প্রতি চীনে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। ফলে দেশটির বিভিন্ন শহরে নতুন করে লকডাউন দিয়েছে চীনা সরকার। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে। ফলে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা থেকেই যাচ্ছে। একারণে বিশ্বজুড়ে জ্বালানি পণ্যটির চাহিদা হ্রাস পেয়েছে। মূলত এ দুই কারণে বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে।

Share.