ডেস্ক রিপোর্ট: কানাডায় ছুরিকাঘাতে ১০ জন নিহত ও ১৮ জন আহত হওয়ার ঘটনায় পুলিশের হাতে আটকের পর এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। বুধবার মাইলস স্যান্ডারসন (৩২) কে পুলিশ আটক করে। তারপর তাকে পুলিশের জিম্মায় নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। বুধবার রাতে সহকারী পুলিশ কমিশনার রোয়ান্ডা ব্ল্যাকমোর সংবাদ সম্মেলনে বলেন, ‘‘আজ (বুধবার) সন্ধ্যায় আমাদের প্রদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।’’ তিনি জানান, তারা একটি ফোনের মাধ্যমে জানতে পারেন যে অভিযুক্ত স্যান্ডারসন একটি বাড়ি থেকে গাড়ি ছিনতাই করে। তবে গাড়ি ছিনতাইয়ের সময় কেউ হতাহত হয়নি। তারপর পুলিশ স্থানীয় বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠায়। সতর্কবার্তায় বলা হয়, একজন ব্যক্তি ছুরিসহ গাড়ি চুরি করে পালাচ্ছে। সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্যান্ডারসন ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে সড়কে গাড়ি চালাচ্ছিল। পুলিশের সদস্যরা চতুর্দিক থেকে স্যান্ডারসনকে ঘিরে ফেললে সে গাড়ি থামাতে বাধ্য হয়। গাড়ির ভেতর একটি ছুরি উদ্ধার করে পুলিশ সদস্যরা। তারপর তাকে পুলিশের জিম্মায় নেওয়া হয়। পুলিশের জিম্মায় নেওয়ার কিছুক্ষণ পরেই স্যান্ডারসন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সাসকাটোনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। তবে কী কারণে স্যান্ডারসন মারা গিয়েছেন সে সম্পর্কে কোনো তথ্য উল্লেখ করেননি সহকারী পুলিশ কমিশনার। স্যান্ডারসনের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, স্যান্ডারসন গ্রেপ্তারের আগেই আহত ছিলেন। একারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। চলতি সপ্তাহে মাইলস ও তার ভাই মিলে ছুরিকাঘাতে ১০ জনকে হত্যা করে। এছাড়া, ছুরিকাঘাতের কারণে ১৮ জন আহত হয়। ওই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ে কানাডাসহ পুরো বিশ্ব। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছিলেন।
কানাডায় ছুরিকাঘাতের ঘটনায় আরেক সন্দেহভাজনের মৃত্যু
0
Share.