ধর্ষণের অভিযোগে নিষিদ্ধ নেপাল ক্রিকেটার লামিচানে

0

স্পোর্টস রিপোর্ট: নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সন্দীপ লামিচানে। তার বিরুদ্ধে উঠেছে কিশোরী ধর্ষণের অভিযোগ। এ বিষয়ে এতদিন নেপাল ক্রিকেট বোর্ড (সিএএন) চুপ ছিল। বৃহস্পতিবার কাঠমান্ডুর একটি আদালত লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে জরুরি বৈঠক ডাকে নেপাল ক্রিকেট বোর্ড। বৈঠক শেষে সিএএন এক বিবৃতিতে জানিয়েছে, কাঠমান্ডু ড্রিস্ট্রিক্ট কর্তৃক গ্রেফতারি পরোয়ানি জারির পর সিএএন লামিচানেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার মাঝে নিষেধাজ্ঞা নেমে এসেছে তার। যদিও লামিচানে নিজেকে নির্দোষ দাবি করে টুইট করেছেন, আমি নির্দোষ। নেপালের আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সব অভিযোগ ভিত্তিহীন এবং সেগুলো মোকাবিলা করতে আমি প্রস্তুত। ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ নেপাল অধিনায়ক লামিচানের বিরুদ্ধে। গত মঙ্গলবার ওই কিশোরী অভিযোগ করেন, ভক্ত হিসেবে লামিচানের সঙ্গে দেখা করতে গেলে তিনি ধর্ষণের শিকার হন। গত ২২ আগস্ট কেনিয়া সফর ও সিপিএল খেলতে যাওয়ার আগের রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মামলার বাদী।

Share.