অনুশীলন করতে গিয়ে মুশফিকুর রহিমের সেলাই লেগেছে ছয়টি

0

স্পোর্টস রিপোর্ট: অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছেন মুশফিকুর রহিম। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে বাম হাঁটুর নিচে আঘাত পেয়েছেন তিনি। সেখানে সেলাই লেগেছে ছয়টি। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, সুস্থ হতে মুশফিকের ১৪ দিনের মতো সময় লাগবে। যদিও কোনো চিড় ধরা পড়েনি, তাই শঙ্কার কিছুও দেখছেন না বিসিবি চিকিৎসকরা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মুশফিকের চোটটা তেমন খারাপ কিছু না। কোনো প্রকার ফ্র্যাকচার (চিড়) ধরা পড়েনি। ৫-৬টা সেলাই লেগেছে। দ্রুত ঠিক হয়ে যাবে। ফ্র্যাকচার না থাকায় সেলাইও কাটা যাবে ১০ দিনের মধ্যে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর ১৬ সেপ্টেম্বর প্রথমবার মিরপুরে অনুশীলন করেন মুশফিক। আজ দ্বিতীয় দিন মাঠে এসে শুরুতে জিমে যান, সেখানেই চোট পেলেন তিনি।

Share.