ঢাকা অফিস: অতর্কিত হামলায় আহত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রী শামীমা বরকত লাকীকে ঢাকায় আনা হয়েছে। শনিবার রাত ১২টায় ঢাকায় আনার পর তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়৷ শনিবার সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে হামলা করা হয় বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রীর ওপর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, হামলায় বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেনও আহত হন। এদিকে, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার বাবার উপর হামলা চালিয়েছে বলে শনিবার রাতে অভিযোগ করেন বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মো. ইমরান সানিয়াত। তিনি বলেন, ‘নোয়াখালী থেকে ফেরার পথে হামলায় মা ও বাবা দুজনই গুরুতর আহত হয়েছেন। জয় বাংলা স্লোগান দিয়ে দেড় শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এ হামলা করেছে। তারা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে বাবার মাথা ফেটে রক্ত ঝরছে। সম্ভবত তার ডান হাতটা ভেঙে গেছে।’ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা সরোয়ার জাহান দোলন জানান, মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ভাইয়ের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতা আহত হয়। এ ঘটনায় মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, ‘সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে মক্কা নামক হোটেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিটিং করার সময় হামলা হয়েছে বলে জানতে পেরেছি। তবে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি।’
বরকত উল্লাহ বুলু ও তার স্ত্রী ভর্তি এভারকেয়ার হাসপাতালে
0
Share.