ডেস্ক রিপোর্ট: ইউক্রেনের লিমান শহর থেকে সৈন্য সরিয়ে নিয়েছে রাশিয়া। শহরটি পুনরুদ্ধার করা ইউক্রেনের জন্য কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হাজার হাজার সৈন্য শহরে ঘিরে ফেলার আশঙ্কার মধ্যে পশ্চাদপসরণ করা হয়েছে। অনলাইনে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইউক্রেনের সৈন্যরা শহরের উপকণ্ঠে তাদের জাতীয় পতাকা নাড়ছে। যদিও নীল এবং হলুদ রঙগুলো আবার লিমানে উড়েছিল এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সন্ধ্যার ভিডিও ভাষণে বলেছিলেন, ‘সেখানে যুদ্ধ এখনও চলছে।’ তবে তিনি আর বিস্তারিত কিছু জানাননি। লিমান চারটি আংশিকভাবে দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলের মধ্যে একটি, যা রাশিয়া শুক্রবার সংযুক্ত করেছে বলে ঘোষণা করেছে। ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা এই পদক্ষেপকে অবৈধ জমি দখল বলে প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর একজন উপদেষ্টা এর আগে বিবিসিকে বলেছিলেন, লিমানের চারপাশে সাম্প্রতিক অর্জন তীব্র লড়াইয়ের পরের দিনগুলোতে একটি উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরে।
ইউক্রেন বাহিনী ঘিরে ফেলার পর লিমান থেকে সৈন্য সরিয়ে নিয়েছে রাশিয়া
0
Share.