ডেস্ক রিপোর্ট: চলতি বছরের প্রথম নয় মাসে ফিলিস্তিনের অধিকৃত দুটি অঞ্চলে অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয় ইসরায়েলি সেনাদের হাতে। স্থানীয় সময় শনিবার পূর্ব জেরুজালেমে ১৮ বছরের এক তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। তার মৃত্যুর মধ্য দিয়েই নয় মাসে মৃতের সংখ্যা ১০০ জনে পৌঁছায়। চলতি বছরে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সৈন্যদের সশস্ত্র অভিযানের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে প্রাণহানি পশ্চিম তীরে ২০১৫ সালের পর চলতি বছরেই সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগেরই মৃত্যু ইসরায়েলি বাহিনীর গুলিতে হয়েছে। এছাড়া অস্ত্রধারী বেসামরিক ইসরায়েলিদের গুলিতেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ ভাগের এক ভাগই শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স ১৪ বছর।
ইসরায়েলের হাতে ৯ মাসে নিহত ১০০ ফিলিস্তিনি
0
Share.