স্পোর্টস রিপোর্ট: টানা তিন ম্যাচ হেরে আগেই বাদ পড়ে যায় বাংলাদেশ দল। তাই গ্রপপর্বের শেষ ম্যাচটা ছিল নেহাত নিয়মরক্ষার। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত এই ম্যাচেও হারল টাইগাররা। বাংলাদেশের দেয়া ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে দুর্দান্ত খেলে যাচ্ছেন দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ওপেনিং জুটিতে আসে ১০১ রান। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর হাসান মাহমুদের বলে ৫৫ রানে আউট হন বাবর আজম। একই ওভারে হায়দার আলিকেও ফেরান তিনি। ২ বল খেলে রান পাননি হায়দার। তবে তৃতীয় উইকেটে রিজওয়ান-নেওয়াজের গড়া মাত্র ৩৬ বলে ৬৪ রানের জুটিতে জয়ের ভিত তৈরি হয়ে যায়। ফিফটি পূরণের পর রিজওয়ান আউট হন ৬৯ রানে। ৫৬ বলে খেলা তার ইনংসটি চারটি চারে সাজানো। পরে আসিফ আলিকে নিয়ে জয় নিশ্চিত করে মোহাম্মদ নেওয়াজ। মাত্র ২০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন নেওয়াজ। আর আসিফ করেন ২ রান। ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি দলনেতা সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই নিজের উইকেট বিলিয়ে দেন ওপেনার সৌম্য সরকার। আউট হন মাত্র ৪ রানে। এদিকে লিটনের সঙ্গে ভালো শুরুর ইঙ্গিত দিয়ে ১২ রানে ফেরেন নাজমুল হাসান শান্ত। তৃতীয় উইকেট জুটিতে দলনেতা সাকিব আল হাসানকে নিয়ে দুর্দান্ত ব্যাট করেন ওপেনার লিটন কুমার দাস। এ সময় দুজন মিলে মাত্র ৫৫ বলে গড়েন ৮৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দল। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৯ রানে আউট হয়েছেন লিটন। মাত্র ৪২ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো। লিটনের দেখানো পথে হাঁটেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে তুলে নেন টানা দ্বিতীয় অর্ধশতক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সাকিবের ১২তম ফিফটি। সাকিব আউট ৬৮ রানে। মাত্র ৪২ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও দুটি ছয়ে সাজানো। এছাড়া ১ রানে ইয়াসির আরি রাব্বি, ১১ রানে আফিফ হোসেন আউট হন। আর ২ রানে সোহান ও ১ রানে সাইফউদ্দিন অপরাজিত থাকেন।
ক্রাইস্টচার্চে নিয়মরক্ষার ম্যাচেও হারল বাংলাদেশ
0
Share.