বাংলাদেশের মেয়েরা ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে, ভারত তিন ধাপ পিছিয়েছে

0

স্পোর্টস রিপোর্ট: প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতার সুবাদে ফিফা র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ১৩ অক্টোবর মেয়েদের ফুটবলের র‍্যাঙ্কিং সবশেষ হালনাগাদ করেছে ফিফা। এতে ৭ ধাপ এগিয়ে ১৪০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের মেয়েরা। নেপালে সাফের শিরোপা জেতার পথে এক ম্যাচেও হারেনি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তারই সুফল মিলল র‌্যাঙ্কিংয়ে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ ছিল নেপাল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ৩-১ গোলে জয় পায় বাঘিনীরা। ওই ম্যাচে সাবিনা কোনো গোলের দেখা না পেলেও একটি অ্যাসিস্ট করেছিলেন। পুরো আসর মাতিয়ে গোল্ডেন বুট জেতেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা। শিরোপা জেতার পথে ৮টি গোল করেন তিনি। আসরের শুরু থেকেই নিজের পায়ের জাদু দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এদিকে পাঁচবারের সাফ চ্যাম্পিয়ন ভারত এবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে তিন ধাপ। ৫৮ থেকে নেমে গেছে ৬১তম স্থানে। সাফের ফাইনালে হারা নেপাল এক ধাপ পিছিয়ে এখন ১০৩তম অবস্থানে।

Share.