বাংলাদেশ থেকে যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিনসহ জহুরুল বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক জহিরুল ওই গ্রামের প্রয়াত হাসান আলী বিশ্বাসের ছেলে। তিনি অবৈধ অস্ত্র ব্যবসায়ী। বিজিবি জানায়, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে কামারবাড়ী মোড়ে পাকা রাস্তার উপর এক যুবক অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি অস্ত্রসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
0
Share.