বাংলাদেশ থেকে বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বন্যহাতির আক্রমণে আব্দুল মান্নান (৫৩) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী এলাকা ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোস্টে (বিওপি) নায়েব সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জানা যায়, মিয়ানমার থেকে চোরাকারবারীরা গরু নিয়ে সীমান্ত দিয়ে নাইক্ষ্যংছড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল রাতে অভিযান শুরু করে। পথিমধ্যে বন্যহাতির একটি দল বিজিবির টহল দলের সামনে পড়লে বাকিরা পালিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, রাতেই নিহত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে।
বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে বিজিবি নায়েব সুবেদার আব্দুল মান্নান নিহত
0
Share.