নাইজেরিয়ায় যাযাবর রাখাল ও কৃষকদের মধ্যে সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ নিহত-১৮

0

ডেস্ক রিপোর্ট:  নাইজেরিয়ার মধ্যাধঞ্চলীয় বেনুই রাজ্যে যাযাবর রাখাল ও কৃষকদের মধ্যে আন্তঃসাম্প্রদায়িক সহিংসতায় দুই পুলিশ সদস্যসহ ১৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বেনুই রাজ্য গভর্নরের নিরাপত্তা উপদেষ্টা পল হেম্বা জানান, উকুম জেলার জবাজি গ্রামে পশু পালনকারী ও চাষীদের ওপর হামলা চালালে বুধবার এ সহিংসতা ছড়িয়ে পড়ে। আফ্রিকার জনবহুল এ দেশের মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে জমি, গোচারণ ও পানির অধিকার প্রশ্নে রাখাল ও স্থানীয় চাষীদের মধ্যে বিরোধ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হেম্বা বলেন, ‘সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ হামলায় ১৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই জন পুলিশ সদস্য ও ১৬ জন ওই গ্রামের বাসিন্দা।’ তিনি আরো বলেন, ‘হামলাস্থলে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করে সতর্কাবস্থায় রাখা হয়েছে। তারা হামলা বন্ধে সহায়তা না করলে হতাহতের সংখ্যা আরো বাড়তো।’ এ হামলায় আরো অনেক আহত হয়েছে এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share.