টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ম্যাচে বৃষ্টির কারণে বল মাঠে গড়ায়নি

0

স্পোর্টস রিপোর্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ভেস্তে যাচ্ছে একের পর এক ম্যাচ। সুপার টুয়েলভপর্বে শুক্রবার ছিল দুটি ম্যাচ। কিন্তু বৃষ্টি বাগড়ার কারণে দুই ম্যাচের একটিতে বল মাঠে গড়ায়নি। ফলে বিশ্বকাপের অষ্টম আসরে এখন পর্যন্ত ভেস্তে গেল মোট চারটি ম্যাচ। বিশ্বকাপের মূলপর্ব শুরুর সপ্তম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ সময় সকাল ১০টায় পরস্পরের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আয়ারল্যান্ড ও আফগানিস্তানের। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলে প্রথম পয়েন্ট পেয়েছিল আফগানরা। তাদের পাশে যুক্ত হলো আরেকটি পয়েন্ট। তিন ম্যাচে তাদের প্রাপ্তি ২ পয়েন্ট। এখনও তারা শেষ স্থানে। এদিকে শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আয়ারল্যান্ড। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় আইরিশরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডের বিপক্ষে ৫ রানের জয় পায় অ্যান্ডি বালবির্নি বাহিনী। তৃতীয় ম্যাচেও তারা ফেভারিট ছিল। জিতলে সুযোগ ছিল শীর্ষে ওঠার। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করতে হলো। ফলে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠলো আইরিশরা। এদিকে দুপুর ২টায় মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কিন্তু কোনো ম্যাচের এক বলও মাঠে গড়ায়নি। ফলে দুদলই পেল একটি করে পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক হওয়া সত্যেও শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। নিজেদের প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে। অবশ্য দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের হারিয়ে জয়ে ফিরেছে তারা। আর ইংল্যান্ডের বিপক্ষে পেল এক পয়েন্ট। ফলে তিন ম্যাচে ৩ পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে অজিরা। আর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে তুলনামূলক কম শক্তিশালী দল আয়ারল্যান্ডের বিপক্ষে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মিলল এক পয়েন্ট। ফলে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড।

Share.