গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত৫ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন

0

ডেস্ক রিপোর্ট:  গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন, যা আগের দিনের তুলনায় প্রায় ৮ হাজার বেশি। এসময়ে মারা গেছে এক হাজার ২৭৯ জন। মৃত্যুর পরিসংখ্যানও আগের দিনের চেয়ে পৌনে দুইশো বেড়েছে। বৃহস্পতিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ৬৬ লাখ ৬৪ হাজার ৬৫ জন। মোট আক্রান্ত হয়েছে ৬৫ কোটি ৫৪ লাখ ৪২ হাজার ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে এক লাখ ৯০ হাজার ৬০৭ জন। মারা গেছেন ২৪৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে দুই কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৭৬০ জন আর মৃত্যু হয়েছে ৫২ হাজার ২৮৭ জন। একদিনে মৃত্যু বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটি আক্রান্তের দিক থেকে চতুর্থ। গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছে ২৬১ জন। শনাক্ত হয়েছে ৪৭ হাজার ২৩০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ৫৭ লাখ ৬১ হাজার ৪৮১ জন। মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ৯১ হাজার ৪৩৫ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Share.