এসির গ্যাস থেকে মশার কয়েলের আগুনে মিরপুরে বিস্ফোরণে নারীসহ দগ্ধ-২

0

ঢাকা অফিস: রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাসায় বিস্ফোরণে নারীসহ দুইজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৪)। শনিবার (১৭ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড় টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, তারা নিজেদের টিনসেড বাড়িটিতে থাকেন। তার স্ত্রী গৃহিণী। আর আরিয়ান তাদের বাসায় ভাড়া থাকে এবং বাসায় গৃহকর্মী কাজ করে। রাতে তিনি অন্য বাসায় ছিলেন। ভোরবেলায় শুনতে পান, বাসায় বিস্ফোরণে তার স্ত্রী ও গৃহকর্মী দগ্ধ হয়েছেন। তখন তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, বাসায় এয়ারকন্ডিশন (এসি) রয়েছে। তার ধারণা, এসির গ্যাস থেকে মশার কয়েলের আগুনে এই বিস্ফোরণ হতে পারে। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ এবং আরিয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক। ভর্তি রেখে তাদের চিকিৎসা চলছে।

Share.