বিপিএলের টিকিটের মূল্য নির্ধারণ সর্বোচ্চ ১৫০০,সর্বনিম্ম ২০০ টাকা

0

স্পোর্টস রিপোর্ট: আগামী শুক্রবার, (৬ জানুয়ারি ২০২৩) থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর মাঠ গড়াতে যাচ্ছে । নবম আসর বিপিএলকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাঠে বসে খেলা দেখার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে। টিকিটের মূল্য সর্বোচ্চ ১৫০০ টাকা আর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বুধবার থেকে টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও এসবিএনসির গেট-১ সংলগ্ন টিকিট বুথে। টিকিট মিলবে সকাল ৯.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত। ৬ জানুয়ারি উদ্বোধনী দিনে দুপুর ২.১৫ মিনিটে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট সিক্সারর্স। সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।

একনজরে টিকিটের মূল্য-

গ্র্যান্ডস্ট্যান্ড: ১৫০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা

ক্লাব হাউস: ৫০০ টাকা

উত্তর বা দক্ষিণ স্ট্যান্ড: ৩০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড: ২০০ টাকা

Share.