বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভার্সেটাইল অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা সাতজন’ মুক্তি পাচ্ছে ৩ মার্চ। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক খিঁজির হায়াত খান। এরইমধ্যে গেল ১১ জানুয়ারি খিঁজির হায়াত খানের জন্মদিনে সিনেমাটি মুক্তিযুদ্ধের কয়েকজন ক্রাকপ্লাটুনের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারদের একটা প্রাইভেট স্ক্রিনিং এ সিনেমাটি উপভোগ করেছেন। যেখানে সিনেমার অভিনয়শিল্পীরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জাকিয়া বারী মমও। সিনেমাতে জাকিয়া বারী মমও অভিনয় করেছেন একজন মুক্তিযোদ্ধার চরিত্রে, তার চরিত্রের নাম অপর্না সেন। সিনেমাতে তার চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি চরিত্র, এমনটাই জানালেন খিঁজির হায়াত খান। সিনেমাটিতে অভিনয় করা এবং সিনেমা দেখার জন্য বিশেষত তরুণ প্রজন্মের দর্শককে আহ্বান জানিয়ে জাকিয়া বারী মম বলেন, মুক্তিযুদ্ধের সিনেমা মানেই সেই গৎবাঁধা কিংবা ছকে বাঁধা সিনেমার ভাবনায় রেখে দেওয়া, সেই সময়টা আসলে এখন নেই। তাই আমি বলব বিশেষত তরুণ প্রজন্মের দর্শকদের উদ্দেশ্য করে বলব প্রচলিত ইমেজকে মাথায় না রেখে খোলা মনে আমরা যেমন বই পড়ি ঠিক তেমনি খোলা মনে ওরা সাতজন সিনেমাটি দর্শকের দেখা উচিত। তাহলেই সিনেমাটি আমরা যথাযথভাবে উপভোগ করতে পারব, বা যারা হলে দেখতে যাবেন তারা উপভোগ করতে পারবেন।
মুক্তিযুদ্ধ চলচ্চিত্রে অভিনেত্রী জাকিয়া বারী মম
0
Share.