মঙ্গলবার, এপ্রিল ১৫

ছয় মাসের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়লে ভয়ানক পরিণাম হবে: নুর

0

ঢাকা অফিস: ছয় মাসের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়লে ভয়ানক পরিণাম হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, ছয় মাসের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়লে ভয়ানক পরিণাম হবে। জনগণ তাদের (আওয়ামী লীগ) মোক্ষম জবাব দেবে। আমরা আওয়ামী বিরোধী সব দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সুস্থ নির্বাচন নিয়ে কাজ করা রাজনৈতিক দলের সঙ্গে আছি। সব দল মিলেই গণ-আন্দোলন গড়ে উঠবে। নুর বলেন, আওয়ামী সরকার দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও চক্রান্তের জাল বুনছে। একই সঙ্গে আওয়ামী এজেন্টরা এ চক্রান্ত বাস্তবায়ন করছে। রাষ্ট্রীয় অর্থ অপচয় করে এই সরকার সারাদেশে সাইবার বাহিনী তৈরি করেছে। বিরোধী মতের নেতাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতেই তাদের এই সাইবার বাহিনী।

Share.