ডেস্ক রিপোর্ট: ডনবাসের সোলদার এবং বাখমুত শহরকে রাশিয়ার হাত থেকে রক্ষায় যেসব অস্ত্র ও সরঞ্জাম প্রয়োজন তার সবই ইউক্রেনের সেনাদের দেওয়া হবে বলে জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। জেলেনস্কি বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যেসব ইউনিট শহরগুলো রক্ষা করছে তাদের অস্ত্রসহ সব কিছু দেওয়া হবে।’ ‘কোনো বিলম্ব ও বাধা ছাড়াই এগুলো দেওয়া হবে’ বলে জানান তিনি। ডনবাসের লবন খনি ও সুড়ঙ্গ সমৃদ্ধ শহর সোলদার নিয়ন্ত্রণ নিয়ে তুমুল লড়াই করছে রাশিয়া ও ইউক্রেনের সৈন্যরা। এদিকে গত মঙ্গলবার সোলদার শহরের দখল নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বহিনী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভগিনি প্রিগোজিন। যদিও ইউক্রেন এ দাবি নাকচ করেছে। চলমান যুদ্ধে সোলদারে ‘সবচেয়ে তীব্র এবং কঠোর’ লড়াই হচ্ছে জানিয়ে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী গানা মালার বলেছেন, ‘পরিস্থিতি খুব কঠিন হলেও ইউক্রেনের সেনারা এখনো নিজেদের অবস্থান ধরে রেখেছে।’ যুক্তরাজ্যের গোয়েন্দারা এক বিবৃতিতে বলেছে, রাশিয়া কয়েক সপ্তাহের প্রচেষ্টায় সোলদারের নিয়ন্ত্রণ নিয়েছে।
সোলদারকে রক্ষায় যা প্রয়োজন সব দেয়া হবে সেনাদের: জেলেনস্কি
0
Share.