বুধবার, এপ্রিল ৩০

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস হিপকিনস

0

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস হিপকিনস। তিনিই জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি হচ্ছেন। শনিবার (২১ জানুযারি) এ কথা জানিয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। হিপকিনস মনোনীত হলেও প্রধানমন্ত্রী হওয়ার জন্য রবিবার তাকে পার্লামেন্টে লেবার পার্টির আনুষ্ঠানিক সমর্থন পেতে হবে। এ দিন স্থানীয় সময় দুপুর একটায় লেবার পার্টির কোর সদস্যরা মিলিত হয়ে তাকে দলটির নেতা নিশ্চিত করবেন। অক্টোবরে সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি দলটির নেতৃত্ব দেবেন। লেবার পার্টি থেকে ক্রিস হিপকিনস ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন। ২০২০ সালের নভেম্বরে তাকে কোভিড-১৯ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। করোনা মোকাবিলায় তার নেওয়া পদক্ষেপ ব্যাপকভাবে প্রশংসিত হয়। বর্তমানে ক্রিস হিপকিনস দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জেসিন্ডা আরডার্ন গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আগামী ১৪ অক্টোবর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

Share.