গীতিকার বিশু শিকদারের দুই কন্যার দায়িত্ব নিলেন জেমস

0

বিনোদন ডেস্ক: সদ্য প্রয়াত গীতিকার বিশু শিকদারের দুই কন্যা সঙ্গীতা সুকন্যা ও রাফিয়া রশ্নির দায়িত্ব নিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার রবিন। সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের গীতিকার বিশু শিকদারের বাড়িতে যান তিনি। ওমর ফারুক নামের এক ব্যক্তি ফেসবুক পোস্টে লিখেন, স্যালুট জানাই জেমস এর দায়িত্ববোধ, দায়বদ্ধতা এবং মানবিকতাকে। গীতিকার এসএম সেলিম শিকদার। সবাই তাকে চেনে বিশু শিকদার নামেই। মূলত জেমসের জন্যই গান লিখতেন তিনি। নগর বাউলের জন্য প্রায় অর্ধ শতাধিক গান লিখেছেন বিশু শিকদার। জেমস এবং বিশু যৌথভাবেও লিখেছেন অনেক গান। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে গীতিকার এসএম সেলিম শিকদার ওরফে বিশু শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নড়াইলের নিজ বাড়িতে মারা যান। অকাল প্রয়াত গীতিকার বিশু শিকদারের রয়েছে দুই মেয়ে সঙ্গীতা ও সুকন্যা। তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিশু শিকদারের দুই কন্যার সার্বিক দায়িত্ব নেন। স্যালুট জানাই জেমসের দায়িত্ববোধ, দায়বদ্ধতা এবং মানবিকতাকে। আপনি বরাবরই ব্যতিক্রম। লাভ ইউ জেমস। ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকে এই জুটির গীতিকবিতার সূত্রপাত হয়। বিশু শিকদার নগর বাউল জেমসের জন্য গান লিখেছেন ৫০টিরও বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমণি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’।

Share.