বাংলাদেশ থেকে নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম বাবু (১৪) নামে এক কিশোরকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে এক্সরে করার পর নিশ্চিত হয়ে তার পেট থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার কাছ থেকে জব্দ করা হয় একটি মোবাইল ফোনও। বৃহস্পতিবার ভোরে চৌমুহনী পৌর এলাকার মিয়ার পোল এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত কামরুল ইসলাম বাবু কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পশ্চিম মহেশ খালীয়া পাড়া এলাকার নবী হোসেন পুতিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর তথ্যমতে, কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান আসছে গোপন খবর পেয়ে বুধবার দিবাগত রাত থেকে চৌমুহনী পৌর এলাকায় অবস্থান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর একটি দল। রাতে কক্সবাজার থেকে ফেনী এসে মাদক কারবারি কামরুল ইসলাম বাবু গাড়ি পরিবর্তন করে সুগন্ধা দ্রুতযান বাসে ওঠে চৌমুহনী চৌরাস্তার উদ্দেশ্যে রওনা করে। পরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী মিয়ার পোল এলাকার লাইফ কেয়ার হাসপাতালের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে কামরুল ইসলাম বাবুকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রথমে সে মাদকের কথা অস্বীকার করলেও পরে তার পেটের ভেতরে ইয়াবা রয়েছে বলে স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে মাইজদীর একটি বে-সরকারি হাসপাতালে এক্স-রে করার পর নিশ্চিত হয়ে তার পায়ুপথ দিয়ে নির্গত করে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরও বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে এবং তার কাছ থেকে মাদক ক্রয় করে নোয়াখালীর বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা অন্য মাদক কারবারি আমিনুল হক আমিন ও জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালীতে পেট এক্স-রে করে মিলল দুই হাজার পিস ইয়াবা
0
Share.