সরকারি অফিস কার্যক্রম বন্ধ করে বিয়ের দাওয়াতে পল্লী সঞ্চায় ব্যাংক কর্মকর্তারা

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বিনা ছুটিতে অফিস ফেলে বিয়ের দাওয়াত খেলেন পটুয়াখালী পল্লী সঞ্চায় ব্যাংকের জেলা অফিসার সহ সকল ব্রাঞ্চের কর্মকর্তারা। রবিবার সকাল থেকে পল্লী সঞ্চায় একটি সরকারি ব্যাংক অফিস চলাকালিন সময় তারা অফিস সহকারিকে ফিল্ডে যাওয়ার কথা বলে কলাপাড়া বিয়ের দাওয়াতে যায়। সকাল থেকে অফিসে আসা বিভিন্ন গ্রাহক অভিযোগ করে বলেন অফিসে এসে পিয়ন ছাড়া কাউকেই পাইনাই এবিষয়ে খোজ নিতে গিয়ে দেখা যায়। অফিস খোলা কিন্তু কাউকে ডেকেও পাওয়া যায়নি পটুয়াখালী সদর উপজেলা পল্লী সঞ্চায় ব্যাংক ব্রাঞ্চে গিয়েও দেখা যায় একই অবস্থা। নাম না বলায় একাধিক গ্রাহকরা বলেন একটি সরকারি প্রতিষ্ঠানের অবস্থা যদি এই হয় তাহলে আমরা গ্রাহকরা সেবার জন্য কোথায় যাবো। বিশ্বাস্ত সূত্রে জানাযায় জেলা ও উপজেলা সকল ব্রাঞ্চের বিভিন্ন পদের কর্মকর্তারা তন্ময় কুমার হাওলাদারের ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে যায়। এবিষয়ে পটুয়াখালী জেলা আঞ্চলিক অফিসের কম্পিউটার অপারেটর মোঃ তাজবিদ জানান, স্যার তো অফিসের ডিউটিতে আছে বাহিরে ছুটি ছাড়া বিয়ার দাওয়াতে যাওয়ার প্রসংগে জানতে চাইলে বলেন আমি জানিনা। আপনারা আমার স্যারের সাথে কথা বলুন। জেলা পল্লী সঞ্চায় ব্যাংকের আঞ্চলিক অফিসার প্রদীপ কুমার অস্বীকার করে বলেন আমি এখন অফিসের কাজে কলাপাড়া ফিল্ডে আছি। আপনারা নিশ্চয় জানেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার রুপকার পল্লী সঞ্চায় ব্যাংক উপহার। তার উন্নয়নের ধারা অব্যাহত রাখার কাজ করে যাচ্ছি। ছুটি ছাড়া বিয়ার দাওয়াত খেতে যাওয়ার প্রংসগে জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন ঊর্ধ্বতম কার্যলয়ের হেড অফিসের কলিগের দেয়া বিয়ার দাওয়াতে না গেলে একটি কার্টিছির ব্যপার তাই যেতে হয়ছে। অপরদিকে সদর উপজেলা ব্রাঞ্চের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন আমি আমার এক কলিগের বাবার মৃত্যুর অনুষ্ঠানে আসছি। অফিস কার্যক্রম বন্ধ রেখে বিনা ছুটিতে দাওয়াত খেতে যাওয়া ব্যপারটি তারা এড়িয়ে যায়। অফিস বন্ধ বা ছুটির বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য হেড অফিস ব্যবস্থপনা পরিচালক শেখ মোঃ জামিনুর রহমান কে ফোন দিলে তার পিএস, সিনিয়ার অফিসার মোঃ ফারুক আহাম্মেদ ফোনটি রিসিভ করে বলেন স্যার মিটিংয়ে আছেন। বিষয়টি তাকে জানালে তিনি বলেন আজকে কোন বন্ধ নেই অফিস খোলা তারা হয়তো অফিসের কাজে ফিল্ডে আছে। বিয়ের দাওয়াতের প্রসংগে তিনি বলেন হেড অফিসে বিয়ের জন্য ছুটি বা দাওয়াতে যাওয়ার কোন নির্দেশ নেই।

Share.