পাপ মোচনে ‘পোয়াতি বিলে’ হাজারো পুণ্যার্থীর স্নান

0

বাংলাদেশ থেকে টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের কালিহাতী বাসাইল উপজেলা সদর ও কাঞ্চনপুর ইউনিয়নের বংশাই নদীর পূর্ব-উত্তর তীরে রাশড়া-সৈয়দামপুর গ্রামে গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নানা মনোবাসনা পূরণ ও পুণ্যের আশায় এক কাপড়ে স্নান করেছেন হাজারো পুণ্যার্থী। জানা গেছে, প্রতিবছর কালিহাতী উপজেলার আউলিয়াবাদের পোয়াতি বিলের একটি নির্দিষ্টস্থানে মাঘী পূর্ণিমায় ‘স্নান’ অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা পোয়াতি বিলে মানত করে পাপ মোচনের জন্য আসেন। মানত পূরণের জন্য তারা পোয়াতি বিলে স্নান করেন, সাধ্যানুযায়ী মানত (টাকা-পয়সা) বিলের পানিতে ছুড়ে ফেলেন ও স্থানীয় মন্দিরে দান করেন। ওই অনুষ্ঠান উপলক্ষে নানা রকমের দোকানপাট-মেলা বসে। কালিহাতী উপজেলার পারথী ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলী তালুকদার বলেন, প্রায় দেড়শ বছর ধরে পোয়াতি বিলে নিঃসন্তান দম্পতিরা সন্তানের আশায় মাঘী পূর্ণিমায় স্নান করে থাকেন। এক সময়ের সাধারণ স্নান এখন ব্যাপক জনসমাগমের স্থানে পরিণত হয়েছে। বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান শামীম আল মামুন বলেন, ডুবের মেলা যুগ যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে।

Share.