টানা তৃতীয়বার ব্রাজিলের সেরা নেইমার

0

স্পোর্টস রিপোর্ট: বিশ্বকাপে ব্যর্থ হলেও ব্যক্তিগত অর্জনে কমতি নেই নেইমারের। এবার তারকা এই ফরোয়ার্ড জিতে নিয়েছেন সাম্বা ডি’অর অ্যাওয়ার্ড। ব্রাজিলিয়ান লিগের বাইরে খেলা তারকা এই ফুটবলার নিজের দেশে ষষ্ঠবারের মতো সেরা নির্বাচিত হয়েছেন। গত বছরের পারফরম্যান্স বিচারে ব্রাজিলের বাইরের লিগে খেলা দেশী ফুটবলারদের এ ট্রফি দিয়েছে ব্রাাজিলিয়ান সংবাদমাধ্যম ‘সাম্বাফুট’। ২০০৮ সাল থেকে প্রবর্তন হওয়া পুরস্কারের জন্য সংবাদকর্মী, সাবেক ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটে বিজয়ী খেলোয়াড়কে বেছে নেয়া হয়। এ নিয়ে টানা তৃতীয়বার ট্রফিটি জিতেছেন বিশ্বের অন্যতম সেরা ড্রিবলার হিসেবে পরিচিত নেইমার। অন্যদিকে লিওনেল মেসির ফের বার্সিলোনায় ফেরার গুঞ্জন রটেছে। স্বয়ং বিশ্বকাপজয়ী এই তারকা এমন ইঙ্গিত দিয়েছেন। এক সাক্ষাৎকারে মেসি বলেন, অবসর নেয়ার পর আমি আবার বার্সিলোনায় ফিরে আসব। এটি আমার বাড়ি। তবে মেসি যে খেলোয়াড় হিসেবে নয়, বার্সিলোনার নাগরিক হিসেবে যাবেন সেটিই এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। মেসি একইসঙ্গে আর্জেন্টিনা, স্পেন এবং কাতালোনিয়ার নাগরিক।

Share.