ডেস্ক রিপোর্ট: তুরস্ক ও সিরয়ায় আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ৩৭ হাজারের বেশি মানুষ। তুর্কি কর্তৃপক্ষ বলছে, দেশটিতে নিহত হয়েছে ৩১ হাজার ৯৭৪ জন এবং সিরিয়ায় নিহত হয়েছে ৫ হাজার ৮০০ জনের বেশি। জাতিসংঘ এবং সিরিয়ার সরকার এই তথ্য জানিয়েছে। এ পর্যন্ত তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ৮ হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ভূমিকম্পের পরে সহায়তা প্রদানের জন্য এগিয়ে আসা সমস্ত দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আল-আসাদ তুরস্ক থেকে আরও দুটি সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে উত্তর-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে জাতিসংঘকে সহায়তা দিতে সম্মত হয়েছেন। আল-আসাদের অনুমতি চাওয়ার জাতিসংঘের সিদ্ধান্ত হোয়াইট হেলমেট রেসকিউ গ্রুপের সমালোচনার জন্ম দিয়েছে। জাতিসংঘ অনুমান করেছে, ভূমিকম্পের পর সিরিয়ায় ৫০ লাখের বেশি মানুষ গৃহহীন হতে পারে। অপরদিকে তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের বর্তমানে জরুরি গরম খাবারের প্রয়োজন।
ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৮ হাজারের বেশি
0
Share.