বিয়ের দাওয়াত খেতে গিয়ে গলায় মাংসের হাড় আটকে যুবকের মৃত্যু

0

বাংলাদেশ থেকে মাদারীপুর প্রতিনিধি: বিয়েবাড়িতে দাওয়াত খেতে গিয়ে গলায় মাংসের হাড় আটকে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে বলে দাবী করেছেন তার পরিবার । তবে চিকিৎসক বলছে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার একটি বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে । মৃত প্রতিবন্ধী আবুল হোসেন মোল্লা (২৩) পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার তপারকান্দি গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে । পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মিয়ার মেয়ে প্রমি আক্তারের বিয়ে হয় । এ সময় গোপালগঞ্জের মুকসুদপর উপজেলার তপারকান্দি গ্রামের প্রতিবন্ধী যুবক আবুল হোসেন মোল্লা (২৩) ওই বিয়েতে দাওয়াত খেতে আসেন । দাওয়াত খাওয়ার সময় হঠাৎ তার গলায় মাংসের একটি হাড় আটকে যায় । সন্ধ্যার দিকে বেশী অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন আবুল হোসেনকে প্রথমে উপজেলার টেকেরহাটের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে । পরে সেখান থেকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাতে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত্যু ঘোষণা করেন। প্রতিবন্ধী যুবককের পিতা আব্দুল খালেক মোল্লা বলেন আমার ছেলে দাওয়াত খেতে গিয়ে গলায় হাড় আটকে যায় । আমরা বাড়িতে বসে অনেক চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয় নাই । পরে সন্ধ্যায় হাসপাতালে আনলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে । রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সোয়েব হোসেন বলেন, ওই রোগীকে হাসপাতালে মৃত্যু অবস্থায় পরিবারের লোকজন নিয়ে এসেছে, তবে নিশ্চিত ঘটনা জানার জন্য ময়নাতদন্ত করতে হবে। রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে ফোর্স পাঠিয়েছি, তবে ভুক্তভোগী পরিবারের কোন অভিযোগ নেই।

Share.