শুঁড়ে পেঁচিয়ে শিক্ষার্থীকে আছড়ে মারল হাতি

0

ডেস্ক রিপোর্ট: পরীক্ষা দিতে যাওয়ার সময় শুঁড়ে পেঁচিয়ে অর্জুন দাস নামের এক শিক্ষার্থীকে আছড়ে মারল হাতি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের জলপাইগুড়িতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। হাতির আক্রমণে ওই শিক্ষার্থীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ছাত্রের মৃত্যু দুর্ভাগ্যজনক।’ অর্জুন দাস মাধ্যমিক পরীক্ষার্থী। বাড়ি জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারি এলাকায়। অর্জুন পাঁচিরাম নহাটা স্কুলের দশম শ্রেণির ছাত্র। বাড়ি থেকে ২০-২৫ কিলোমিটার দূরে বেলাকোবা বটতল কেবলপাড়া হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল তার। জানা যায়, আজ সকালে বাবার সঙ্গে স্কুটিতে চেপে জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল অর্জুন। সেই সময় দলছুট একটি দাঁতাল আচমকা হামলা চালায়। স্কুটি থেকে নেমে অর্জুনের বাবা সরে যান। ততক্ষণে হাতিটি অর্জুনের উপর হামলা চালায়। শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে তাকে। এতে মারাত্মকভাবে জখম হয় অর্জুন। পরে তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়। বন অধিদপ্তর জানিয়েছে, জঙ্গলের মধ্যে ওই রাস্তা দিয়ে চলাচল করা নিষিদ্ধ। তবু বহু মানুষ অত্যাধিক সাহস দেখিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এ ধরনের ঘটনা এড়াতে শুক্রবার থেকে টাকিমারির ওই রাস্তায় নজরদারি চলবে।

Share.