বিএনপির রুমিনের শূন্য সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইনুর স্ত্রী রীনা

0

ঢাকা অফিস: বিএনপির রুমিন ফারহানার পদত্যাগে শূন্য সংসদের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সহ-সভাপতি আফরোজা হক রীনা। একক প্রার্থী হওয়ায় আফরোজা হক রীনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে রীনা মনোনয়নপত্র জমা দেন। ১৪ দলের মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্যাডে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার সময় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে এ উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। এরপর ২০ মার্চ ভোট। বাছাইয়ে প্রার্থিতা বৈধ হওয়ার পর প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেই ওই আসনে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করবে ইসি সচিবালয়।

Share.