ভারতের মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার

0

ডেস্ক রিপোর্ট: ভারতের মহারাষ্ট্রে ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। এদের মধ্যে ১০ জন নারী রয়েছে। শনিবার (৪ মার্চ) পুলিশ বলছে, অবৈধভাবে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের ১ ও ২ মার্চ অভিযান চালিয়ে নাভি মুম্বাই পুলিশ স্টেশন গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এনডিটিভি। নাভি মুম্বাইয়ের রাবালে পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেন, নাভি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় শুক্রবার কয়েকজন নারী-পুরুষ এসেছিলেন। তাদের মধ্যে একটি বিবাহিত যুগলও ছিলেন। রেস্তোরাঁয় তারা সেই যুগলের বিবাহবার্ষিকী পালন করেন। কোনো প্রকার অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় বছরখানেক ধরে বাস করছেন বলেই দাবি পুলিশের। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।

Share.