তুর্কমেনিস্তানের মেয়েদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা

0

স্পোর্টস রিপোর্ট: এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের মেয়েদের। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের মেয়েদের রীতিমতো উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। জিতেছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের অন্যতম সেরা ফুটবলার শামসুন্নাহারকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। এরপরও ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। কিন্তু পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। এভাবে শেষ হয় ৪৫ মিনিটের খেলা। মনে হচ্ছিলো গোল শূন্যতেই শেষ হবে প্রথমার্ধ। কিন্তু যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। বক্সের বাইরে থেকে স্বপ্ন রাণীর নেওয়া শট কর্নারের বিনিময়ে ঠেকান তুর্কমেনিস্তানের গোলকিপার। আর কর্নার থেকে আসা বল থেকেই আসে প্রথম গোল। দলকে লিড এনে দেন আকলিমা। দ্বিতীয়ার্ধে পাত্তাই পায়নি সফরকারীরা। ম্যাচের ৭১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করার মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন আকলিমা খাতুন। আর ৮১তম ও ৮২তম মিনিটে দুটি গোল করে ব্যবধান ৪-০ করেন স্বপ্ন রাণী সরকার। ম্যাচটি শেষ ৪-০ গোল ব্যবধানে। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। ১ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ইরানের মেয়েরা। এদিকে ২ ম্যাচে কোনো পয়েন্ট না অর্জন করা তুর্কমেনিস্তান টেবিলের তলানিতে অবস্থান করছে।

Share.