বাংলাদেশ থেকে কুমিল্লা প্রতিনিধি: চাইলেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করার মতো এতো বড় একটা সিদ্ধান্ত নেয়া যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৬ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। ডা. দীপু মনি বলেন, চাইলেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করার মতো এতো বড় একটা সিদ্ধান্ত নেয়া যাবে না। প্রথমেই সরকারিকরণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান যাচাই করতে হবে, সেখানে সরকারিকরণ হওয়ার পরে শিক্ষার মান কি কমেছে? না বেড়েছে? আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা। দ্বিতীয়তঃ সারাদেশের এতো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করবার সক্ষমতা সরকারের থাকতে হবে। তিনি বলেন, দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু আর তা বাস্তবায়ন করছেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি সরকারের আমলে সারা দেশের বাজেট যা হতো, আজ সরকার তার দেড় গুণ বাজেট দেয় শুধু শিক্ষা ব্যবস্থায়। বছরের শুরুতেই চিহ্নিত একটি মহল বইয়ে যা নেই তা ফটোশপ করে, এডিট করে তা ভিন্ন দেশের বইয়ের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে অপপ্রচার চালাচ্ছে যে, আমরা নাকি ইসলাম ধ্বংস করে দিচ্ছি। বইয়ে ইসলামবিরোধী কিছুই নেই।
সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করার মতো এতো বড় একটা সিদ্ধান্ত নেয়া যাবে না: ডা. দীপু মনি
0
Share.