স্পোর্টস রিপোর্ট: কমলাপুর স্টেডিয়ামে কাল সোমবার থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দেশ-বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া। লিগ পদ্ধতিতে খেলা হবে। সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। সোমবার উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২২ মার্চ রাশিয়া, ২৪ মার্চ ভারত ও ২৮ মার্চ নেপালের মুখোমুখি হবে স্বাগতিকরা। এই আসরের অংশগ্রহণকারী দেশের তালিকায় রাশিয়ার নাম থাকার কারণ আছে। তারা বিশ্ব ফুটবলে বর্তমান ফিফা কর্তৃক নিষিদ্ধ (ইউক্রেনে হামলার কারণে)। তবে সেটা সিনিয়র পর্যায়ে, বয়সভিত্তিক পর্যায়ে নয়। সেই সঙ্গে এই টুর্নামেন্ট হচ্ছে উয়েফার ডেভেলপমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত, যাতে রাশিয়ার আগ্রহেই উয়েফা খেলার অনুমতি দিয়েছে রাশিয়াকে। সিনিয়র বা বয়সভিত্তিক পর্যায়ে এবারই প্রথম ইউরোপের কোন দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। রাশিয়ার বিপক্ষে খেলার কথা ভেবে উত্তেজনায় টগবগ করছে বাংলার বাঘিনীরা। টুর্নামেন্ট উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা দক্ষিণ এশিয়ায় যে স্ট্যান্ডার্ডে খেলি আর ইউরোপের স্ট্যান্ডার্ড তো এক নয়। রাশিয়ার বিপক্ষে খেললে অবশ্যই আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি, তা বোঝা যাবে। তবে এখানে আমাদের ভালো দিক হচ্ছে আমাদের মেয়েরা যে প্রতিনিয়ত পারফর্ম করছে, আমাদের কোথায় উন্নতি হয়েছে এবং ভালো টিমগুলোর সঙ্গে খেলতে গেলে কোথায় উন্নতি করা উচিত, সেটা জানতে পারব। ইউরোপের একটা দলের বিপক্ষে খেলব, তা ভেবে মেয়েরা রোমাঞ্চিত, তবে কোন চাপ অনুভব করছে না।’ ছোটন আরও যোগ করেন, ‘দক্ষিণ এশিয়ার দলগুলোর সঙ্গে খেলে অভ্যস্ত আমরা। এবার রাশিয়া যোগ হয়েছে, এটা আমাদের মেয়েদের জন্য বিরাট সুযোগ। তারা অনেককিছু শিখতে পারবে। রাশিয়া শক্তিশালী। আমাদের মেয়েরাও তৈরি তাদের বিপক্ষে লড়াই করার জন্য। আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা এবং জয়লাভ করা।’ ২০২২ সালে অনূর্ধ্ব-১৫ সাফে খেলা বাংলাদেশ দলের অধিকাংশ ফুটবলারই আছেন অনূর্ধ্ব-১৭ দলে। নারী ফুটবল লিগ খেলার পর এ বছরের জানুয়ারির শুরু থেকেই পুরোদমে অনুশীলন চলেছে এই দলের। গত মাসে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফজয়ী দলের তিন জন আছে বাংলাদেশের এই দলে। তারা হলেন : ফরোয়ার্ড তৃষ্ণা রানী, সুরভী আকন্দ প্রীতি ও মিডফিল্ডার নুসরাত জাহান মিতু। দলের নতুন মুখ দুজন ফরোয়ার্ড সাগরিকা ও ডিফেন্ডার নাদিয়া আক্তার জিতু। বাংলাদেশ দলের অধিনায়ক রুমা আক্তার বলেন, ‘রাশিয়া হচ্ছে ইউরোপের দল। ওদের কাছ থেকে অনেককিছু শেখার আছে। আশা করছি, ভালো কিছু করব। যেহেতু ফুটবল, হার-জিত আছেই। এটা মাঠেই দেখা যাবে, আমরা লড়াই করব, চেষ্টা করব জেতার। বাংলাদেশের ম্যাচ ॥ ২০ মার্চ বাংলাদেশ-ভুটান (সন্ধ্যা সোয়া ৭টা), ২২ মার্চ বাংলাদেশ-রাশিয়া (বিকেল সোয়া ৩টা), ২৪ মার্চ বাংলাদেশ-ভারত (সন্ধ্যা সোয়া ৭টা), ২৮ মার্চ বাংলাদেশ-নেপাল (বিকেল সোয়া ৩টা)।
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু কাল, ঢাকায় এসেছে রাশিয়ার নারী ফুটবল দল
0
Share.