ডেস্ক রিপোর্ট: চীন-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করা বেইজিংয়ের কৌশলগত পছন্দ। মস্কোতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় চীনের নেতা শি জিনপিং এ কথা বলেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘চীন-রাশিয়া সম্পর্ককে সুসংহত ও উন্নত করার জন্য চীন তার নিজস্ব মৌলিক স্বার্থ এবং বিশ্বের প্রচলিত প্রবণতার ভিত্তিতে কৌশলগতভাবে পছন্দ করেছে।’ শি বলেছিলেন, রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করার জন্য চীন তার পথ অনুসরণে দৃঢ় ছিল। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের বিষয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে ‘গভীর মতবিনিময়’ হয়েছে। চীনা নেতার মতে, বেশিরভাগ দেশ উত্তেজনা কমানোর সমর্থন করে, শান্তি আলোচনার পক্ষে দাঁড়ায় এবং ‘আগুনে ঘি ঢালার’ বিরোধিতা করে। শি পুতিনকে আশ্বস্ত করে বলেছেন, ‘ইউক্রেন সমস্যার রাজনৈতিক মীমাংসার প্রচারে চীন একটি গঠনমূলক ভূমিকা পালন করতে থাকবে।’ সোমবার শি রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোতে পৌঁছেছেন।
মস্কোর সঙ্গে সম্পর্ক গভীর করা বেইজিংয়ের কৌশলগত সিদ্ধান্ত: শি জিনপিং
0
Share.