রাশিয়ায় ফুটন্ত পানিতে দগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট: রাতে গরম পানির পাইপ ফেটে রাশিয়ার একটি ভূগর্ভস্থ হোটেলের কক্ষ ফুটন্ত পানিতে প্লাবিত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির প্রেয়াম শহরে এ ঘটনা ঘটেছে বলে আঞ্চলিক তদন্তকারী কমিটি জানিয়েছে। হোটেলটি একটি আবাসিক ভবনের বেইসমেন্টে অবস্থিত বলে জানিয়েছে তারা। মিনি হোটেল ক্যারামেল নামের ওই হোটেলটির এ ঘটনায় আরও অন্তত তিন জন দগ্ধ হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আইন অনুযায়ী সুরক্ষার মান নিশ্চিত না করে পরিষেবা দেওয়ায় ঘটনার বিষয়ে ফৌজদারি মামলা দায়ের করেছে তদন্তকারীরা। বুকিং ডটকমে হোটেলের তালিকা অনুযায়ী মিনি হোটেল ক্যারামেলের ডবল বেডের একটি রুমের প্রতি রাতের ভাড়া ১১৭০ রুবল (১৯ ডলার)।

Share.