ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে আদালতে ঢোকার পর সোমবার পুলিশ প্রথমে তাকে নিয়ম মতো গ্রেপ্তার করেছে। পরে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর একটি করে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো শোনানো হয়। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে সব মিলিয়ে ৩৪টি অভিযোগ আনা হয়। ডোনাল্ড ট্রাম্প প্রতিটি অভিযোগ অস্বীকার করেছেন। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৮ আগস্ট। ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য, যে অভিযোগুলো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা হয়েছে। তার জন্য সর্বাধিক চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ট্রাম্পের ক্ষেত্রে বড় জোড় জরিমানা হওয়ার আশঙ্কা আছে। অভিযুক্ত হলে আগামী বছর ট্রাম্প ভোটে লড়তে পারবেন না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। ট্রাম্প ইতিমধ্যেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু করে দিয়েছেন। ঘোষণা করে দিয়েছেন, আগামী নির্বাচনে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করবেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা প্রমাণিত হলে ট্রাম্পের নির্বাচনে লড়া কার্যত সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের শুনানি আগামী ৮ আগস্ট
0
Share.