ঢাকা অফিস: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়। ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন তিনি। ফেসবুক পোস্টে বলা হয়, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। আমাদের চিকিৎসকসহ দেশের অন্য চিকিৎসকরা তার চিকিৎসার দেখভাল করছেন। এ মুহূর্তে সবার দোয়া খুবই দরকার। বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ। তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী অবস্থা গুরুতর। ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে তিনি চিকিৎসাধীন। গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা ছাড়াও দেশের অন্য চিকিৎসকরাও তাকে দেখভাল করছেন।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ডা. জাফরুল্লাহ
0
Share.