আসন্ন রোজার ঈদে ছোট পর্দায় তিশার সিনেমা

0

বিনোদন ডেস্ক: এ বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পায় অনুদানের সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। ছবিটির গল্প নেওয়া হয় কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ থেকে। এর নাম ভূমিকায় অভিনয় করেন তিশা। পরিচালনা করেন প্রদীপ ঘোষ। নুসরাত ইমরোজ তিশার অভিনয় জীবনের দৈর্ঘ্য বড় হলেও সিনেমার সংখ্যা কমই। রূপালি ভুবনের চেয়ে বরাবরই নিজেকে ছোট পর্দায় বেশি সচল রেখেছেন তিনি। তিশার সিনে-খরার মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে আসে ‘বীরকন্যা প্রীতিলতা’। এদিকে প্রেক্ষাগৃহে মুক্তির দু’মাস পর এবার ছবিটি আসছে টিভি পর্দায়। আসন্ন রোজার ঈদে ঘরে বসেই দেখা যাবে তিশার নতুন এই ছবি। জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকাল সোয়া ১০টায় চ্যানেল আইতে দেখানো হবে ছবিটি। এই ছবিতে অভিনয় করে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। তার ভাষ্য ছিল, এমন একটি চরিত্রে অভিনয় করতে পারা যে কোনো অভিনেত্রীর জন্য সম্মানের বিষয়। আমাকে যখন এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয় আমি দুইবার চিন্তা করিনি। বলেছিলাম, অবশ্যই আমি করব। ইতিহাস নির্ভর যে কোনো কাজ করতে আমার ভালো লাগে। আর সেটি যদি নাম ভূমিকায় হলে তাহলে ভালো লাগা তো আরও বেড়ে যায়। ব্রিটিশবিরোধী আন্দোলনের মুক্তি সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্পই আবর্তিত হয়েছে ‘বীরকন্যা প্রীতিলতা’য়। এতে তিশার সঙ্গে রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে আছেন কামরুজ্জামান তাপু। ২০১৯-২০ অর্থবছরে ছবিটি সরকারি অনুদান পেয়েছিল। এই ঈদে তিশাকে চ্যানেল আইয়ের আরও একটি অনুষ্ঠানে দেখা যাবে। সেটির নাম ‘হোয়াট আ শো’। রাফসান সাবাব সঞ্চালিত এ অনুষ্ঠানে তার স্বামী, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও থাকছেন।

Share.