স্পোর্টস রিপোর্ট: ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিসের বিপক্ষে খেলতে নেমে এক অনন্য রেকর্ড গড়লেন পিএসজির আর্জেন্টিাইন ফুটবল তারকা লিওনেল মেসি। তার মাইলফলকের ম্যাচে ২-০ গোল ব্যবধানে জিতেছে ফরাসি জায়ান্ট ক্লাবটি। ম্যাচের পিএসজির পক্ষে একটি করে গোল করেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। এরপর ম্যাচের ৭৬তম মিনিটে মেসির নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বলে দারুণ এক হেডে নিসের জালে বল জড়িয়ে দেন রামোস। সে সঙ্গে হাজারতম গোলে অবদান রাখার বিরল রেকর্ডটি গড়েন তিনি। প্রতিপক্ষে মাঠে খেলতে নেমে বল দখলে খানিকটা এগিয়ে থাকলেও আক্রমণে নিসের সঙ্গে পেরে উঠেনি পিএসজি। পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের কাছে বল ধরে রাখতে পেরেছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। আর প্রতিপক্ষে গোলবার বরাবর মোট শট নিয়েছে চারটি। আর গোল এসেছে দুটি। অন্যদিকে পুরো ম্যাচের ৪৫ শতাংশ সময় নিজেদের অধীনে বল রাখতে পেরেছে স্বাগতিক নিসের ফুটবলাররা। তবে আক্রমণে দলটি ছিল সজাগ। পিএসজির গোলবারে মোট শট নিয়েছে সাতটি। কিন্তু পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। উল্লেখ্য, ম্যাচের ৭৬তম মিনিটে রামোসের গোলে অবদান রাখা লিওনেল মেসির নিজেও করেছেন একটি গোল। ম্যাচের শুরুতে থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলতে থাকলেও প্রথম গোলটি পায় পিএসজিই। ২৬তম মিনিটে নুনো মেন্দিসের দেওয়া পাসে দলকে এগিয়ে নেন তিনি। এই জয়ের ফলে শীর্ষস্থান মজবুত করেছে পিএসজি। ৩০ ম্যাচে তাদের সংগ্রহ ৬৯ পয়েন্ট। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান লেন্সের। তিনে রয়েছে মার্সেই। আর চার নম্বরে জায়গা দখল করে রেখেছে মোনাকো।
হাজার অ্যাসিস্টের মাইলফলকে মেসি, ২-০ গোলে পিএসজির জয়
0
Share.