ঢাকা অফিস: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) নিয়ে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেতে নির্মিত একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নাফিজের বিরুদ্ধে পুরোনো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আজ তাকে আদালতে পাঠানো হবে।’ এদিকে, গ্রেপ্তারের সময় নাফিজের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ২৬টি বিদেশি মদের বোতল, ৩২টি কোলার ক্যান। এ ছাড়া একটি ল্যাপটপ, একটি আইফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৩০ হাজার টাকা পাওয়া গেছে। ভাটারা থানা পুলিশ জানিয়েছে, এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এর আগে ২০২১ সালের নভেম্বরে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র্যাব।
র্যাবকে নিয়ে ডয়চে ভেলেতে সাক্ষাৎকার দেয়া নাফিজ গ্রেপ্তার
0
Share.