এ বছরই সব হাসপাতালে সান্ধ্যকালীন চিকিৎসা সেবা চালু : জাহিদ মালেক

0

ঢাকা অফিস: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বছরই দেশের সব জেলা ও উপজেলা হাসপাতালে সান্ধ্যকালীন চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হবে। শনিবার (১৫ এপ্রিল) মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব ও ই-লাইব্রেরির উদ্বোধনকালে একথা বলেন তিনি। তিনি বলেন, রোগী ও রোগীর স্বজনরা বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের সেবা নিতে গিয়ে নানাধরনের হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভোগান্তি লাঘবের জন্য আমরা সান্ধ্যকালীন চিকিৎসাসেবার কথা চিন্তা করেছি। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে সান্ধ্যকালীন সেবা চালু হয়েছে। রোগীরা সেবা পাচ্ছেন। এই কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আশা করি, এ বছরের সারাদেশে এই সেবা চালু হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের ৮টি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব এবং ৩৭টিতে ই-লাইব্রেরি চালু হওয়ার মধ্যদিয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতে শিক্ষালাভের সুযোগ পেলো। উন্নত দেশগুলোর মতো সুবিধা পেতে শুরু করলো। এই উন্নত পদ্ধতি পর্যায়ক্রমে দেশের অন্যান্য মেডিকেল কলেজেও চালু হবে।

Share.